একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জাতীয় পার্টির নেতা ও পিরোজপুরের মঠবাড়িয়ার সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
আব্দুল জব্বারকে গ্রেপ্তারের নির্দেশসোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। এছাড়া এ মামলার পরবর্তী কার্যক্রমের জন্য আগামী ২ জুন তারিখ নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।
এর আগে রোববার ট্রাইব্যুনালের রেজিস্টারের মাধ্যমে ট্রাইব্যুনাল-১ এ আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেন রাষ্ট্রপক্ষ। প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদলের নেতৃত্বে প্রসিকিউটররা ওই অভিযোগ জমা দেন।
গত ২৯ এপ্রিল মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত কর্মকর্তা হেলালউদ্দিন ৯৯ পৃষ্ঠার মূল প্রতিবেদনসহ এক হাজার ৯০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন ভারপ্রাপ্ত প্রধান কৌঁসুলি সৈয়দ হায়দার আলীর কাছে জমা দেন।
তদন্ত প্রতিবেদনে, জাতীয় পার্টির সাবেক ভাইস-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, ধর্ষণ, লুটপাট ও অগ্নিসংযোগের পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
এসএএন/এএ

0 comments:

Post a Comment

About

AD (728x90)

Ads 468x60px

Featured Posts Coolbthemes

 
Top