ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Decrease font Enlarge font
ঢাকা: নতুন নিয়োগপ্রাপ্ত প্রবেশনারি অফিসারের যোগদান উপলক্ষে ওরিয়েন্টেশনের আয়োজন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারের মোহাম্মদ ইউনুছ অডিটোরিয়ামে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর আবু নাসের মোহাম্মদ আবদুজ জাহের প্রধান অতিথি হিসেবে ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন।

তিনি বলেন, ইসলামী ব্যাংক প্রতিষ্ঠাকাল থেকেই এদেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এ ব্যাংক মানুষের মৌলিক প্রয়োজন পূরণসহ চিকিৎসা সেবা ও শিক্ষা বিস্তারে কাজ করছে।

প্রফেসর আবু নাসের বলেন, কৃষি, পোশাক শিল্প,  স্টিল ও রিরোলিং, পরিবহন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, রিয়েল এস্টেট, বৃহৎ শিল্পসহ দেশের সার্বিক উন্নয়নে ভূমিকা পালনের পাশাপাশি সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করে নতুন উদ্যোক্তাও তৈরি করছে ইসলামী ব্যাংক।

পেশাগত জ্ঞান অর্জনের মাধ্যমে দক্ষতার সঙ্গে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে নতুন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার  মো.  ইসকান্দার আলী খান।

এছাড়া ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহা. শামসুল হক, মোহাম্মদ আবুল বাশার, মো. হাবিবুর রহমান ভূইয়া, এফসিএ, একেএম আবদুল মালেক চৌধুরী, মো. মাহবুব-উল-আলম, রফি আহমেদ বেগ ও নুরুল ইসলাম খলিফাসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।

0 comments:

Post a Comment

About

AD (728x90)

Ads 468x60px

Featured Posts Coolbthemes

 
Top