ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপি নেতা ও সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র ইসমাইল হোসেনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
বিএনপি নেতাকে কুপিয়ে হত্যাস্থানীয়দের দাবি, সকালের দিকে একই গ্রামের আওয়ামী লীগ সমর্থক শাহাজান আলী তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হাত পায়ের রগ কেটে জখম করে। পরে তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
তবে কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন ইসমাইল জানান, "কারা এবং কেন তাকে হত্যা করেছে তাৎক্ষণিকভাবে এখনই কিছু বলা যাচ্ছে না।"
নিহত ইসমাইল কালীগঞ্জ পৌরসভাধীর চাপালী গ্রামের আব্দুর রহমান মন্ডলের ছেলে। তিনি কালীগঞ্জ পৌরসভার ১৯৯০ সালে অনুষ্ঠিত প্রথম নির্বাচনে ১ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন।
এরপর দু’বার কাউন্সিলরের দ্বায়িত্ব পালন করেন। দ্বায়িত্ব পালনকালে তিন বছর ভারপ্রাপ্ত মেয়রের দ্বায়িত্বও পালন করেন।

0 comments:

Post a Comment

About

AD (728x90)

Ads 468x60px

Featured Posts Coolbthemes

 
Top