বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছেন,"আপনি (শেখ হাসিনা) মনে করছেন চিরকাল ক্ষমতায় থাকবেন? দেশের মানুষ আপনাদের ভোট দেননি তবুও আপনি অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন।জেনে রাখুন আপনাদের বিদায় হবে অনেক বেশি বেদনাদায়ক।"
সোমবার জাতীয় প্রেসক্লাবে ‘শত নাগরিক’ আয়োজিত ‘গুম খুন অপহরণ: বিপর্যস্ত জনজীবন’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।
'আপনাদের বিদায় হবে অনেক বেশি বেদনাদায়ক'এম কে আনোয়ার বলেন,"বর্তমান পরিস্থিতি দেখলে মনে হয় যে দেশে সরকার বলে কিছু নাই। একটি ফ্যাসিস্ট গ্রুপ ক্ষমতায় বসে আছে। যারা ক্ষমতায় বসে আছেন তারা নিজেদের বুদ্ধিতে চলতে পারছেন না। অন্যের বুদ্ধির ‌উপর ভর করে তারা চলছেন। আর বুদ্ধিদাতারা যা বলছে সরকার তাই করছে।"
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন,"গত ৫ বছরে প্রধানমন্ত্রী জাতীয় সংসদে যত কথা বলেছেন তার ৯০ শতাংশই মিথ্যা কথা বলেছেন।একদিন এই সরকারের এসব অপকর্ম জাতীর সামনে ভেসে উঠবে। তখন তাদের প্রত্যেকটি অপকর্ম পরীক্ষা করা হবে।"
প্রধানমন্ত্রীর সমালোচনা করে তিনি আরো বলেন, "আমাদের প্রধানমন্ত্রী যখনই দেশে কোনো গুম-খুনের ঘটনা ঘটে তখন তিনি লাফ দিয়ে বলেন এটা বিএনপি করছে। তিনি জাতীয় সংসদে রানা প্লাজার রানাকেও বিএনপির সদস্য বলেছেন। সুতরাং তার থেকে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ব্যাপারে আশা করা যায় না।"
বিএনপির এ সিনিয়র নেতা বলেন, "আ.লীগের কাছে গুলি করা মানুষ মেরে ফেলা কিছুই নয়। আমরা শুধু দোষ দিচ্ছি র‌্যাব-পুলিশের। তারা পরস্পরের স্বার্থে যা করার তাই করে যাচ্ছে। এক্ষেত্রে একক ভাবে তাদেরকে (আইনশৃঙ্খলা বাহিনীকে) দোষ দিয়ে লাভ নেই।"
দেশের সংবিধান পরিবর্তনকে নিকৃষ্ট পর্যায়ের উল্লেখ করে তিনি বলেন, "সরকার সংবিধানের যে পরিবর্তন করেছেন তা সবচেয়ে নিকৃষ্ট পর্যায়ের। পৃথিবীর কোনো সভ্য দেশে এমন সংবিধান রচিত হয়নি। সরকার নিজেদের সুবিধার জন্যই এ সংবিধান পরিবর্তন করেছে।"
গোলটেবিল বৈঠকে আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেস্থা এডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি ইউসুফ হায়দার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ, সম্মিলিত পেশাজীবি পরিষদের মহাসচিব ডা. এ জেড এম জাহিদ হোসেন ও ডিইউজে সভাপতি আবদুল হাই শিকদার প্রমুখ।
এইচজে/যাকা

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

Label 5

Label 6

AD (728x90)

Ads 468x60px

Featured Posts Coolbthemes

 
Top