চলমান আইপিএল-এর সেরা
দল কিংস এলিভেন পাঞ্জাব। এ নিয়ে কারো সন্দেহ থাকলে সে পরিসংখ্যানে একবার
চোখ বুলিয় নিতে পারে। গতকালের আগে খেলা আট ম্যাচের সাতটিতেই জিতেছে
পাঞ্জাব। সেই তাদেরকেই নয় উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে কলকাতা নাইট
রাইডার্স। এ জয়ে সবচেয়ে বড় অবদান কলকাতার অধিনায়ক গম্ভিরের। পিযুস চাওলাও
রেখেছেন বড় অবদান।

ম্যাচে আগে ব্যাটিং করে পাঞ্জাব। ২০ ওভারে আট উইকেট হারিয়ে তারা করে ১৪৯
রান। সবচেয়ে বেশি ৭২ রান করেন শেহওয়াগ। ভারতীয় দলের সাবেক এই ওপেনার ছাড়া
অন্য কোনো ব্যাটসম্যান বলার মতো স্কোর গড়তে পারেননি।
বল হাতে কলকাতার হয়ে সফলতম ছিলেন পিযুস চাওলা। চার ওভারে ১৯ রান দিয়ে তিনি শিকার করেছেন তিনটি। দুটি উইকেট নিয়েছেন মরনে মরকেল।
এরপর ১৫০ রানের লক্ষ্য পূরণে নেমে মাত্র এক উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায়
শাহরুখের দল। দলীয় ৬৮ রানে রবিন উথাপ্পার উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয়
তারা। সর্বোচ্চ ৬৩ রান করে অপরাজিত থাকেন গম্ভির। অথচ এই গম্ভিরই কিন্তু
আসরের প্রথম চার ম্যাচে করেছিলেন মাত্র এক রান!
এসএইচ
0 comments:
Post a Comment