সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গুগল সদর দফতর থেকে এক চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এদিকে সোহেলের দেয়া প্রজেক্ট 'অসাধারণ' বলে জানিয়েছে গুগল কর্তৃপক্ষ। এ নিয়ে সোহেলকে দুটি অভিনন্দন বার্তা পাঠায় গুগল কর্তৃপক্ষ।
বার্তায় বলা হয়, 'প্রজেক্টে প্রয়োগকৃত আপনার দেয়া বর্ণনা, সৃষ্টিশীলতা ও দক্ষতার প্রত্যেকটি স্তর আমরা পর্যবেক্ষণ করেছি। আমাদের ভালো লেগেছে।'
গুগল প্রজেক্ট-২০১৫ তে অংশ নেন বিশ্বের ৮ লাখ ৪৩ হাজারেরও বেশি শিক্ষার্থী। এর মধ্যে পাঁচজনকে বিজয়ী ঘোষণা করা হয়। এ পাঁচজনের একজন হয়ে বাংলাদেশিদের জন্য বিরল সম্মান আনলেন সোহেল।
গুগল প্রতি বছর এ ধরনের প্রজেক্টের আয়োজন করে থাকে। এতে বিভিন্ন দেশের শিক্ষার্থী ও প্রযুক্তি বিশেষজ্ঞরা নির্দিষ্ট বিষয়ের ওপর তাদের নতুন ভাবনা, পদ্ধতি ও নকশা পাঠিয়ে থাকেন। সবচেয়ে গ্রহণযোগ্য বিষয়টিকে গ্রহণ করে এক বা একাধিক ব্যক্তিকে পুরস্কৃত করা হয়। বিজয়ীর পুরস্কার হিসেবে গুগলের পক্ষ থেকে নতুন ও সীমিত এডিশনের নেক্সাস-৭ পেয়েছেন সোহেল।
বাংলাদেশের এ কৃতী সন্তানের স্থায়ী বাড়ি নরসিংদী জেলার শিবপুর থানার পাড়াতোলা গ্রামে।
অআ/
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.