রাজধানীর মতিঝিলের আরামবাগ এলাকায় সুলতান আহম্মদ (৪০) নামে এক ঠিকাদারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহতাবস্থায় সুলতানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর পৌনে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। এদিকে রাজধানীর কাফরুল থানা এলাকা থেকে মিজানুর রহমান মিজান (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে অফিসে যাওয়ার সময় আরামবাগের কালভার্ট রোডের মকবুল কমিশনারের বাড়ির সামনে দুর্বৃত্তরা মোহাম্মদ সুলতান আহমেদকে গুলি করে। আহতাবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়। সুলতানের বাসা কদমতলা ব্রিজের পাশে সবুজবাগ এলাকায়। সুলতান আহমেদের ড্রাইভার আমির হোসেন বলেন, স্যার গাড়ি থেকে নামার পর দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। এদিকে রাজধানীর কাফরুল থানা এলাকা থেকে মিজানুর রহমান মিজান (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে। বৃহস্পতিবার সকাল ১০টায় পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়। এদিকে বেলা ১১টার দিকে রাজধানীর মতিঝিলের আরামবাগ এলাকায় সুলতান আহম্মদ (৪০) নামে এক ঠিকাদারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মিরপুর-১০ নম্বর গোল চত্বরের পাশে সেনপাড়া পর্বতা এলাকায় একটি চায়ের দোকান ছিল মিজানের। তিনি যুবলীগ কর্মীও ছিলেন বলে জানা গেছে। মিজানের পিতার নাম নুরু মিয়া। তার গ্রামের বাড়ি বরিশাল মুরাতির কাজীর চরে। বর্তমানে তিনি কাফরুল থানার মিরপুর সাড়ে-১১ তে থাকতেন। -
0 comments:
Post a Comment