এই জার্সিতেই ‘মেইড ইন বাংলাদেশ’ লিখে তাজরীন ও রানা প্লাজার বীরদের সম্মান জানাবে ব্রাজিলব্রাজিল-ভক্তদের জন্য এরচেয়ে আনন্দের ব্যাপার আর কী হতে পারে? বিশ্বকাপে বাংলাদেশের তৈরি জার্সি গায়ে দিয়ে খেলবেন নেইমার-আলভেজ-অস্কাররা। দেশের জন্যও এটা বিশাল সম্মানের ব্যাপার। বিশ্বকাপ উপলক্ষে প্রতিবারের মতো এবারও বিপুল পরিমাণ জার্সি ও অন্যান্য ক্রীড়া-পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। ব্রাজিলীয় দল এর আগেও কয়েকবার বাংলাদেশে তৈরি জার্সি গায়ে মাঠে নেমেছে।
তবে, এবার আনন্দের মাঝেও যথেষ্ট গ্লানি তাড়িয়ে বেড়াবে বাংলাদেশকে। এ দেশের তৈরি পোশাকশিল্পে সাম্প্রতিক কালে ঘটে যাওয়া দুটি বড় দুর্ঘটনার গ্লানি বাংলাদেশকে মনে করিয়ে দেবে ব্রাজিল জাতীয় দল। ব্রাজিলীয় ফুটবল কনফেডারেশন বাংলাদেশের তাজরীন ও রানা প্লাজা দুর্ঘটনায় নিহত হাজার খানেক শ্রমিকের প্রতি শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে বিশ্বকাপে জাতীয় দলের জার্সিতে লাগানো হবে ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগ। বাংলাদেশের পোশাক কারখানাগুলোতে হতাহত কর্মবীরেরা আক্ষরিক অর্থেই জীবন দিয়ে দেশকে এই সম্মান বয়ে এনে দিচ্ছেন। কিন্তু আমরা তাঁদের প্রাপ্য সম্মান দিতে পারছি কী! ওয়েবসাইট।
Admin By Post Mex Khan

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

Label 5

Label 6

AD (728x90)

Ads 468x60px

Featured Posts Coolbthemes

 
Top