
ছবি:
ঢাকা: নতুন ট্যাক্সিক্যাবের প্রথম দুই কিলোমিটারের ভাড়া ১০০ টাকার পরিবর্তে ৮৫ টাকা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া যাত্রা বিরতিকালে বা যানজটে আটকে থাকলে প্রতি দুই মিনিটের জন্য দিতে হবে সাড়ে ৮ টাকা। আর ৮ মিনিট আটকে থাকলে দিতে হবে এক কিলোমিটারের ভাড়া।মঙ্গলবার সকালে ঢাকায় আনুষ্ঠানিকভাবে হলুদ রঙের নতুন ট্যাক্সিক্যাবের উদ্বোধনকালে তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশের পর এখন সংশোধিত গেজেট প্রকাশ করা হবে বলে জানা গেছে।
এর আগে গত ১৪ এপ্রিল বাংলা নববর্ষের দিন এ ট্যাক্সিক্যাবগুলো নামানোর কথা থাকলেও ভাড়া সংক্রান্ত জটিলতার কারণে সময় পিছিয়ে যায়।
গত ২৩ মার্চ যোগাযোগ মন্ত্রণালয়ের আন্তঃমন্ত্রণালয়ের এক বৈঠকে নতুন ট্যাক্সিক্যাবের জন্য প্রথম দুই কিলোমিটার ১০০ টাকা এবং পরবর্তী প্রতি কিলোমিটার ৩৪ টাকা ভাড়া নির্ধারণ করা হয়। এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে।
এর আগে গত ৪ এপ্রিল যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ট্যাক্সিক্যাবের ভাড়া প্রয়োজনে
0 comments:
Post a Comment