বলিউডের জনপ্রিয় গায়ক ও সুরকার হানি সিং কি মারা গিয়েছেন? আজ সোমবার দুপুর থেকে এই নিয়ে গুজব চরমে। জানা গেছে, দুবাইতে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন হানি সিংহ। চেন্নাই এক্সপ্রেস ছবির 'লুঙ্গি ডান্স' ও 'আজ ব্লু হ্যায় পানি পানি' গান গেয়ে সম্প্রতি খ্যাতির মধ্যগগনে ওঠেন হানি সিংহ।
একুশ শতকে র‌্যাপ সঙ্গীতকে ভারতে অন্য মাত্রা দিয়েছেন তিনি। আজ ইন্ডিয়া ডট কম ও বলিউড লাইফ ডট কম নামে দুটি সাইটে খবর প্রকাশিত হয়েছে, গাড়ি দুর্ঘটনায় হানি সিংহ অর্ধমৃত। হাসপাতালের বেডে তাঁর ছবিও প্রকাশিত হয়েছে সাইটে। সেখানে দেখা যাচ্ছে মাথাটা তাঁর একদিকে কাত হয়ে রয়েছে। নাকে অক্সিজেনের নল। কেউ বলছেন, তিনি নাকি কোমাচ্ছন্ন। বাঁচার আশাও নাকি কম। যদিও তাঁর মৃত্যুর খবর গুজব না সত্যি তা জানা যায়নি। হানি সিংহের পরিবার বা তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে কিছু জানা যায়নি। হানি সিংহ এখন দুবাইতে রয়েছেন আসন্ন বক্সিং লিগ লঞ্চ করানোর জন্য। ক্রিকেটের আইপিএলের ধাঁচে ভারতে তিনি বক্সিংয়ের আইপিএল চালু করতে প্রবলভাবে উদ্যোগী হন। তাঁকে এই কাজে সাহায্য করছেন অলিম্পিক পদকজয়ী বক্সার বিজেন্দ্র সিংহ। সূত্র-আনন্দবাজার

0 comments:

Post a Comment

About

AD (728x90)

Ads 468x60px

Featured Posts Coolbthemes

 
Top