ছবি: প্রতীকী
ছবি: প্রতীকী
Decrease font Enlarge font
নাটোর: ফেনসিডিল বহনের দায়ে দুই যুবককে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে নাটোরের দ্বিতীয় বিশেষ ট্রাইব্যুনালের বিচারক রহিবুল ইসলাম এ রায় দেন।

সাজার আদেশপ্রাপ্তরা হলেন-কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার জয়ভাগ গ্রামের আজিজুল হকের ছেলে জহির উদ্দিন (৩২) ও ফরিদপুর জেলার মধুখালি উপজেলার নলিয়া গ্রামের জাহাঙ্গীরের ছেলে আব্দুল সালাম।

নাটোরের দ্বিতীয় বিশেষ ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, ভারত থেকে চোরাই পথে আনা আমদানি নিষিদ্ধ ৬৬৯ বোতল ফেনসিডিল বহনের অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই দুইজনকে এ সাজা দেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালের ২৯ নভেম্বর রাতে নাটোর শহরের হরিশপুর বাইপাস এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ ওই দুইজনকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)-৫ উপ-সহকারী পরিচালক লেলিম খান। এ ঘটনায় সদর থানায় মামলা করে র‌্যাব। স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দুপুরে আসামিদের উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন। রায়ের পর আসামিদের নাটোর কারাগারে পাঠানো হয়। দ্বিতীয় বিশেষ ট্রাইব্যুনালের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আব্দুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

Label 5

Label 6

AD (728x90)

Ads 468x60px

Featured Posts Coolbthemes

 
Top